ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে তেলবাহী লরিচাপায় প্রাণ গেলো বৃদ্ধের
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
চাঁদপুরে তেলবাহী লরিচাপায় শীতল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ১০নং চৌধুরী ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তেলবাহী লরিটি জব্দ করেছে পুলিশ।
নিহত শীতল চক্রবর্তী চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার বাসিন্দা। তিনি পান বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মেঘনা ওয়েল ডিপো থেকে লরিটি তেল নিয়ে জোড়পুকুর পাড় এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় নিহত শীতল চক্রবর্তী তার ছোট ভাই অমর চক্রবর্তীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন। তিনি ওই এলাকার চার রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ চালক লরিটি পেছন থেকে শীতল চক্রবর্তীর ওপরে তুলে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা বিষয়টি টের পেয়ে লরিটি আটকে রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।