ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব ও সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক।
আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, আরএমও রওনক জাহান, লালমাই থানার (ওসি) তদন্ত শেখ  মাহামুদুল হাসান রুবেল, কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিন, পল্লী বিদ্যুৎ ডিজিএম খোরশেদ আলম, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ভূলইন উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন, হাবিবুর রহমান, ভুলইন উত্তর ইউনিয়নের নব নির্বাচিত  চেয়ারম্যান এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুল হক মুজিব,বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী, পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।