ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে ও সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সারোয়ার খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ।
উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ৫০তম শীতকালীন আন্তঃস্কুল ক্রীড়া (সবচেয়ে উত্তেজনাপূর্ণ বালক ক্রিকেট) প্রতিযোগিতায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ?্যালয়কে ফাইনালে হারিয়ে উপজেলা পর্যায়ে চ?্যাম্পিয়ন হয় ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। এছাড়া বালিকা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়নদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।