ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ৫০ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচংয়ে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল ২৮ ফেব্রুয়ারি বিকেলে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-৫ আসনের এমপি এড. আবুল হাসেম খান। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খাঁন, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আরিফুল আজম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আখন্দ, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দীন, বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. কবির হোসেন, কংশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইয়ুম খান, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামশেদ আলম ভুইয়া, মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভুইয়াসহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার সুপার ও শিক্ষকগণ। বিভিন্ন ইভেন্টে
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মো. ফারুক আহাম্মদ, মো. কামরুল হাসান, আবু ইউসুফ, ইকবাল হোসেন, নাজমূল হাসান, আ: হক, বশির আহাম্মদ, মোসা. সালমা আক্তার, আলেয়া বেগম, কেফায়েত উল্লাহ, আবুল হাসেম, আবু
জাহের, সাজ্জাদ হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করেন।