ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তির রায়শ্রী উত্তর ও টামটা উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
মোঃ জামাল হোসেনঃ
শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে উল্লেখ যোগ্য উন্নয়ন হয়েছে। গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে উন্নয়নের ছোয়া। হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সাড়ে ৭শ’ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ ভবন ও ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত টামটা উত্তর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি তিনি এ কথা বলেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  শিরীন আক্তারের সভাপত্বি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল ও রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ, শাহরাস্তি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আবদুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রকৌ. রেজওয়ানুর রহমান, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফারুক দর্জি, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন মুশু, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।