ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক মতবিনিময়
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার মনোহরগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, যুগ্ম আহবায়ক ও সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাকি মিলন, সাবেক সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মোঃ সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান বলেন, ‘পরিবেশ বিপর্যয় ও  যথাযথ ব্যবস্থাপনার অভাবে আমাদের মৎস্যসম্পদ দিনে দিনে হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরনের লক্ষ্যে দরিদ্র মৎস্যজীবী ও স্থানীয় জনগণকে সার্বিক সহায়তার মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। কুমিল্লার প্রত্যন্ত অব্জল মনোহরগঞ্জের কৃষিনির্ভর জনগোষ্ঠির মাঝে মৎস্যসম্পদকে আরো সম্প্রসারণ তথা মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’
এর আগে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে স্থানীয় মৎস্যজীবিদের অংশগ্রহণে মৎস্যসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়।