ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশের কার্যক্রম গতিশীল করতে গাড়ি দিলেন এমপি ইউসুফ হারুন
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর  ||
কুমিল্লার মুরাদনগর থানা এবং জনগণের দৌড়গোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত একটি পিককাপ ভ্যান উপহার দিয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। সোমবার বিকেলে ১৫ লক্ষ টাকায় ক্রয় করা গাড়ির চাবি মুরাদনগর থানার ওসি আবুল হাসিমকে আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় এমপি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, উপজেলার দূর্গম এলাকায় যেতে পুলিশের খুব সমস্যা হয়। তাদের অধিদপ্তর থেকে গাড়ি পাবে, সেটা অনেক সময়ের প্রয়োজন। পুলিশের সেবাকে আরো গতিশীল করতে এবং যে কোন ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌছতে এই গাড়ি সহায়ক ভূমিকা রাখবে। আমার বিশ্বাস, এ গাড়ি সাধারণ মানুষের সেবা প্রদানে আরো একধাপ এগিয়ে যাবে।
চাবি বুঝিয়ে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ওসি (তদন্ত) মোকাদ্দেস হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম সাহেদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ নাহিদ প্রমুখ।