ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জনগণের দু:খ দুর্দশা লাগবে সর্বদা কাজ করতে হবে--এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দল্লাহ হারুন এমপি বলেন, আপনারা জনগণের  সেবক। কারণ তাদের ভোটে আপনারা আজ নির্বাচিত প্রতিনিধি। তাই তাদের পাশে থেকে দু:খ দুর্দশা লাগবে সর্বদা কাজ করতে হবে। তাহলেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, শান্তি হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত। এলাকায় যাতে সবসময় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকে নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমূহ চি?ি?হ্নত করে জনগুরত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে।
তিনি আরো বলেন, সমাজ অধপতনের মূলকারণ হচ্ছে মাদক। তাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আশ্রয়-প্রশ্রয় দিবেন না। আর ভূমি আমাদের মা, এ ভূমিকে আমাদেরকেই রক্ষা করতে হবে। যার যার এলাকার ড্রেজার ব্যবসায়ী রয়েছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। অন্যথায় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
তিনি মুরাদনগরকে একটি উন্নত জনপদ হিসাবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সহযোগিতা পেলে মুরাদনগরকে একটি দারিদ্র ও ক্ষুধামুক্ত আধুনিক উন্নত উপজেলায় রূপ দেওয়া সম্ভব।
আলহাজ¦ ইউসুফ আব্দল্লাহ হারুন এমপি সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে ২১ ইউপি থেকে নবনির্বাচিত ২৪৯ সংরক্ষিত ও সাধারণ সদস্যকে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। সংরক্ষিত ও সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ শিকদার, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আব্দুর রহিম পারভেজ,  শেখ জাকির হোসেন, বাহার খান, আবু মুছা আল কবির, আবুল বাশার খান, গোলাম কিবরিয়া খোকন, কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, আব্দুল কাদির, সৈয়দ শওকত আহম্মেদ, আবু মুছা সরকার, কামাল উদ্দিন খন্দকার, আব্দুস ছামাদ মাঝি, আরমান মিয়া ও তৈয়বুর রহমান তুহিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপুার মাওলানা আ.ন.ম জসিম উদ্দিন ও গীতা পাঠ করেন, গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা রাণী সাহা।
উল্লেখ্য, ২২টি ইউনিয়নের মধ্যে মৌজা সংক্রান্ত জটিলতায় মুরাদনগর সদর ইউপি নির্বাচন বন্ধ রয়েছে। অনুপস্থিত ৩ জন সাধারণ সদস্যের মধ্যে নবীপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম পলাতক রয়েছেন। গেজেটে নাম ভুল হওয়ায় টনকি ইউনিয়নের ২নং ওয়ার্ডের জসিম উদ্দিন শপথ নিতে পারেনি। এ ছাড়াও শপথের দু’দিন পূর্বেই শ্রীকাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল জলিল মারা যায়।