ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন
প্রদীপ মজুমদার
Published : Wednesday, 2 March, 2022 at 7:23 PM
লালমাইয়ে জাতীয় ভোটার দিবস উদযাপনকুমিল্লার লালমাইয়ে চতুর্থ জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়েছে।‘মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।।


এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, , উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন,যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী, পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্লাহ রুবাই, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও পেশাজীবিরা।

আলোচনা সভায় বক্তারা ভোটারদের উদ্দেশে বিভিন্ন তথ্যমূলক বক্তব্যের মাধ্যমে ভোটারদের গুরুত্ব ও দায়িত্ব বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। সভা শেষে নির্বাচন অফিসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা শত শত নতুন ভোটারের দীর্ঘ সারি লক্ষ করা যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা  বলেন, এনআইডির নতুন আবেদন কার্যক্রম মূলত ফিল্ডের। এ সেবা বাড়ি বাড়ি গিয়ে দেয়া হয়। কিন্তু মহামারি করোনা পরিস্থিতি বিবেচনা করে কমিশন কর্তৃক নির্দেশনা মেনে এ সেবা উপজেলা অফিসে দিতে গিয়ে আমাদের প্রচুর চাপ নিতে হচ্ছে। এখানে প্রতিদিন কয়েক শ সেবাপ্রার্থী আসেন নতুন আবেদন ও সংশোধনসহ নানা সমস্যা নিয়ে। কিন্তু সেবার ক্যাটাগরি অনুযায়ী কর্মদিবস ভাগ করে দিয়েও আমাদের হিমশিম খেতে হচ্ছে। অফিস টাইমের বাইরে সেবা দিয়েও অনেককে সন্তুষ্ট করতে পারি না। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন এনআইডি দিয়ে আমাদের সকলের জাতীয়তা নিশ্চিত করা হয়। দেশে চতুর্থ বারের মতো পালিত হচ্ছে দিবসটি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। সকলের সহযোগিতায় একটি সুন্দর উপজেলা ও দেশ গঠনের কথা বলেন তিনি।