দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। বুধবার (২ মার্চ) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি’র বাস ভবনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিঞা, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এসময় বক্তারা বলেন- 'চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নৈরাজ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ আজ দুর্বিষহ জীবন-যাপন কছে। সরকারি দলের নেতারা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে চলছে।
খন্দকার মারুফ বিগত বিএনপি সরকার ও আ'লীগ সরকারের সময়ের দ্রব্যমূল্যের চিত্র তুলে ধরে বলেন, এই সরকারের সর্বক্ষেত্রে সীমাহীন দূর্নীতি ও লুটপাটের কারণে ধনীরা আরও ধনী হচ্ছে, গরীবরা হচ্ছে নিঃস্ব।
তিনি আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্যে করে বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। গভীর রাতের ভোট জালিয়াতির সরকার। দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, সামান্যতম দয়া-মায়াও নেই। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতায় ভেতরে আনুন, নতুবা ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। আপনাদের জিম্মিদশা থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়।
কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান ও চান্দিনা উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মো. সহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহবায়ক মিঞা মো. মিজানুর রহমান, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো.আতিকুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসেম, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ সেলিম সরকার, হোমনা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম জহর, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, তিতাস উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূঁইয়া, মেঘনা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব সালাহ উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন প্রমুখ।