ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক আজ
Published : Wednesday, 2 March, 2022 at 7:31 PM
রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক আজরাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আজ বুধবার দ্বিতীয় দফায় বৈঠক করতে যাচ্ছেন। খবর সিএনএনের। 

সোমবার প্রথমবার যেসব প্রতিনিধি আলোচনার টেবিলে বসেছিলেন তারাই ফের আলোচনা করতে যাচ্ছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সিএএনকে বলেন,  ইউক্রেন ও দখলদারদের মধ্যে বুধবারই দ্বিতীয় দফা আলোচনা হবে।  প্রতিনিধিরাও একই থাকবে।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানায়, দ্বিতীয় দফার আলোচনাও হবে বেলারুশের পোলান্ড-বেলারুশ সীমান্তের কাছে। 

সোমবার প্রথম দফার বৈঠকটি ৫ ঘণ্টা স্থায়ী ছিল। কিন্তু ওই আলোচনা থেকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। 

ওই আলোচনা চলাকালীন সময়েও রাশিয়া ইউক্রেনের বিভিন্নস্থানে হামলা অব্যহত রাখে।’

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করেছে। শহরটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। 

অন্যদিকে আবার দ্বিতীয় দফার আলোচনার আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে কি-না এ ব্যাপারে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। 

ফেসবুকে দেওয়া পোষ্টে দিমিত্রি কুলেবা বলেন, প্রথম দফার আলোচনা হলো। কিন্তু রাশিয়া তাদের শর্তে কোনো পরিবর্তন আনেনি।  আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরা কূটনীতিতে বিশ্বাসী। কিন্তু রাশিয়ার দেওয়া কোনো আল্টিমেটাম মানতে আমরা রাজি না।