ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অথচ জুলাইয়ের মধ্যে ফিট হতে চেয়েছিলেন ওয়ার্ন
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
কতইবা বয়স হয়েছিল তাঁর। গত সেপ্টেম্বরে ৫২তম জন্মদিন উদ্?যাপন করেছিলেন। কত পরিকল্পনা ছিল তাঁর। এই তো, দুদিন আগেও টুইটে জানিয়েছিলেন, নতুন ফিটনেস প্রোগ্রাম হাতে নিয়েছেন, জুলাইয়ের মধ্যে শরীরের মেদ ঝরিয়ে ঝরঝরে হয়ে যেতে চান। কিন্তু মৃত্যু তো আর এত সবের ধার ধারে না!
১২ ঘণ্টা আগেও এক টুইটে যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুতে শোক জানিয়েছিলেন, তিনি নিজেই আজ কিছুক্ষণ আগে হয়ে গেলেন শোকবার্তার শিরোনাম! ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তি।
একটা শব্দেই পুরো ক্রিকেট বিশ্বের অবস্থাটা বুঝিয়ে দেওয়া যায়Íঅবিশ্বাস! সব সময়ই চলমান ইস্যুতে নিজের মত জানাতে অকুণ্ঠ ওয়ার্নের টুইটারেই তাঁর জীবনে কী চলছিল, তাঁর ভাবনার জগতে ঝড় তুলছে কোন ব্যাপার, সেটি বুঝে নেওয়া যেত অনেকটা। কই, সেখানে তো তাঁর শারীরিক কোনো অসুস্থতা-অস্বস্তির খবর পাওয়া যায়নি গত কিছুদিনে!
বরং নিজের কয়েক বছর আগের মেদহীন শরীরের একটা ছবি দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি টুইটে লিখেছিলেন, ‘মেদ ঝরানোর মিশন মাত্রই শুরু হলো (১০ দিন হয়েছে)। লক্ষ্য হচ্ছে জুলাইয়ের মধ্যে কয়েক বছর আগের এই অবস্থায় ফিরে যাওয়া। দেখা যাক!’
কখনো ইউক্রেনের যুদ্ধ নিয়ে হতাশা জানিয়েছেন, তো কখনো গত সপ্তাহেই হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি রডনি মার্শকে নিয়ে দুশ্চিন্তা ফুটে উঠেছে। সেই রডনি মার্শ আজ সকালে অন্যলোকে চলে গেছেন, ক্রিকেট সে শোক কাটিয়ে উঠতে পারেনি।
শেন ওয়ার্নও ১২ ঘণ্টা আগে টুইটে নিজের শোকার্ত মনের খবর জানিয়েছিলেন, ‘রড মার্শের মৃত্যুর খবরে খুব খারাপ লাগছে। আমাদের অসাধারণ এই খেলাটার একজন কিংবদন্তি তিনি, হাজারো তরুণ ছেলেমেয়ের অনুপ্রেরণা। ক্রিকেট তাঁর ভাবনাজুড়ে সব সময়ই ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়েরা তাঁর কাছ থেকে কত কিছু শিখেছে! রস (রড মার্শের স্ত্রী) ও পরিবারের জন্য ভালোবাসা জানাই।’
১২ ঘণ্টা পর সেই ওয়ার্ন নিজেই অন্যলোকের যাত্রী! ক্রিকেটের কিংবদন্তিদের সংক্ষিপ্ততম তালিকায় তো তাঁর নামও থাকবে, হাজারো তরুণের অনুপ্রেরণা তো তিনিও। লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে পাকিস্তানের আবদুল কাদির নিয়ে গেছেন ঠিকই, কিন্তু এই শিল্পকেই তরুণদের হৃদয়ে গেঁথে দেওয়ার কৃতিত্ব তো সোনালি চুলো অস্ট্রেলিয়ানেরই!
সেই শেন ওয়ার্নই আর নেই! ১২ ঘণ্টা আগে যাঁর জন্য শোক ঝরেছিল, সেই মার্শের যাত্রাসঙ্গী হওয়ার বুঝি তাড়া ছিল তাঁর!