ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারী বিশ্বকাপ শেষ ওভারের রোমাঞ্চে কিউই নারীদের হার
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ৬ রান। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩ উইকেট। শ্বাসরুদ্ধকর ওই ওভারের দ্বিতীয় বলেই মার্টিনকে আউট করেন ডটিন। এরপর আরও দুটি উইটেক হারায় নিউজিল্যান্ড। এতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩ রানে আয়োজক নিউজিল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজের নারী দল। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৯ রান করে। জবাবে ৪৯.৫ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড।
২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউই অধিনায়ক ডিভাইনের শতকে চালকের আসনেই থাকে নিউজিল্যান্ড। তবে চারে নামা অ্যামি স্যাটারওয়েট (৩১) ছাড়া টপ বা মিডল অর্ডারের অন্য কোনও ব্যাটার ডিভাইনকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। কিউই অধিনায়ক ২১৫ রানে ৭ম উইকেট হিসেবে ফিরলে কিউইদের জয় শঙ্কায় পড়ে যায়। প্যাভিলিয়নে ফেরার আগে ১০ চারে ১০৮ রান করেন ডিভাইন। এরপর অষ্টম উইকেটে ৪০ রানের জুটি গড়েন কিউই ক্যাটে মার্টিন ও জেস কের। আটে নামা মার্টিন (৪৪) ও নয়ে নামা কের (২৫) করলেও শেষ ওভারের রোমাঞ্চে হার মেনে মাঠ ছাড়তে হয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৬ রানেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দিনেন্দ্রা ডটিন সাজঘরে ফেরত যান ৭ বলে ১২ রান করে। তিন নম্বরে খেলতে নামা কাইসিভা নাইট করেন ৫ রান। অন্যদিকে সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার হেইলেই ম্যাথিউস। ১৬ চার ও ১ ছক্কায় ১২৮ বলে ১১৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ বলে ৩৬ রান আসে চেডিয়ান নেশনের ব্যাট থেকে। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের পক্ষে ৩ উইকেট শিকার করেন লিয়া তাহুহু।
নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসরা আগামীকাল (৫ মার্চ) ভোর ৪টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে।