ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমবাপেকে ধরে রাখতে চায় পিএসজি
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
কিলিয়ান এমবাপের ফর্ম আর বাজারদর দুটোই এখন চাঙ্গা। তাই তো নিয়মিতই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। ক'দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে তার গোলেই জিতেছিল পিএসজি। এরপর গুঞ্জন ওঠে, সপ্তাহে এক মিলিয়ন ইউরো দিয়ে এমবাপেকে রাখতে চায় ফরাসি ক্লাবটি। যদিও এমনটা উড়িয়ে দিয়েছেন দলটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
এল ইকুইপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটা মোটেও সত্য নয়। আমরা এখনও তাকে কোনো নির্দিষ্ট প্রস্তাব দেইনি। আমরা তাকে রাখতে সর্বোচ্চ প্রস্তাবটাই দেবো।'
২০২২ সালের ৩০ জুন অবধি পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে এমবাপের। তার আগেই ফরাসি সেনসেশনকে আটকাতে চায় লিগ ওয়ানের ক্লাবটি। যদিও গত শীতকালীন দলবদলে একটা গুঞ্জন ওঠে, এমবাপের সঙ্গে রিয়াল মাদ্রিদ প্রাথমিক কথাবার্তা শেষ করে ফেলেছে। তারা এমবাপেকে গ্রীষ্মকালীন দলবদলের সময় নিতে চায়। কারণ ততদিনে এমবাপেও ফ্রি এজেন্ট হয়ে যাবেন।
এমবাপের ওপর রিয়ালের দৃষ্টি অনেক দিন থেকেই। সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদানও চেষ্টা করেছিলেন তাকে দলে টানতে। সে সময় এ নিয়ে পিএসজির সঙ্গেও তর্কাতর্কি হয়। পরে তো বার্নাব্যু ছেড়ে চলেই যান তিনি। বর্তমান কোচ আনচেলত্তি সেভাবে না বললেও আকারে ইঙ্গিতে আগ্রহ ঠিকই দেখিয়েছেন।
মোনাকো থেকে ২০১৮ সালে পিএসজিতে যোগ দেন এমবাপে। শুরুতে সেভাবে আলো ছড়াতে না পারলেও ক্রমেই ভয়ংকর হয়ে ওঠেন তিনি। পিএসজিরও মূল টার্গেট, তাকে নিয়ে অন্তত একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা।