ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওয়ার্ন নেই, বিশ্বাস হচ্ছে না কারও
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
ওয়ার্ন নেই, বিশ্বাস হচ্ছে না কারওখবরটি শুনে এই কথাটিই বলতে হচ্ছে সবাইকে। ক্রিকেটের খুব সাধারণ এক সমর্থক কিংবা ক্রিকেট কিংবদন্তি; শেন ওয়ার্নের মৃত্যুর খবর শুনে কারও পক্ষে আর কিছু বলা কঠিন। মাত্র ১২ ঘণ্টা আগে পূর্বসূরি রড মার্শকে নিয়ে টুইট করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। গত কিছুদিন অন্তত তাঁর শারীরিক কোনো অস্বস্তির কথা কেউ শোনেনি।
এ অবস্থায় যখন খবর আসে, লেগ স্পিন শিল্পকে আবার ক্রিকেটে স্থায়ী করে দেওয়া মানুষটি আর নেই, সেটা বিশ্বাস করা আসলেই কঠিন।
অ্যাশেজে দুবার দুজনের দেখা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি লিগের সুবাদে সে সম্পর্ক এগিয়েছে আরও। আর দুজনেরই খেলাটাকে উপভোগ করার মানসিকতা কেভিন পিটারসেনের সঙ্গে ওয়ার্নকে সম্পর্ককে জমাট বাঁধিয়েছে। শেন ওয়ার্নের খবর তাই স্তব্ধ করে দিয়েছে কেপিকে। টুইটে তাই তিনটি শব্দই লিখতে পেরেছেন। তার দুটি শব্দ হ্যাশট্যাগে ব্যবহার হয়েছে, যার অর্থ ‘রাজা, শান্তিতে বিশ্রাম নাও।’ মূল টুইটের কথাটা লেখা কঠিন, কারণ ওটা শুদ্ধ বাংলায় পরিষ্কার গালি। প্রচণ্ড চমকে গেলেও সে শব্দটা ব্যবহার হয়, পিটারসেন সে উদ্দেশ্যেই ব্যবহার করেছেন।
বিশ্বাস হচ্ছে না স্যার ভিভ রিচার্ডসেরও। স্তব্ধ কিংবদন্তি টুইটে বলেছেন, ‘অবিশ্বাস্য। একেবারে স্তব্ধ হয়ে গেছি। এটা সত্য হতে পারে না...শান্তিতে থাক ওয়ার্ন। আমার কেমন লাগছে সেটা বলে বোঝাতে পারব না। ক্রিকেটের জন্য বড় এক ক্ষতি।’
সে তুলনায় বীরেন্দর শেবাগ একটু বেশি সময় পেয়েছেন সামলে নেওয়ার। টুইট করেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। সর্বকালের স্পিনারদের একজন, যিনি স্পিনকে ‘কুল’ বানিয়েছিলেন, মহাতারকা শেন ওয়ার্ন আর নেই। জীবন খুবই ঠুনকো, তবু এটা হজম করা কঠিন। তাঁর পরিবার, বন্ধু এবং বিশ্বের সব ভক্তদের জন্য আমার হৃদয়ের অন্তস্তল থেকে সমবেদনা।’
গতি তারকা শোয়েব আখতারও চমকে গেছেন এই খবরে। টুইট করে শোক জানিয়েছেন সঙ্গে সঙ্গে, ‘এইমাত্র কিংবদন্তি শেন ওয়ার্নের চলে যাওয়ার মর্মান্তিক খবর শুনলাম। কতটা চমকে গেছি আর কতটা মন খারাপ হয়েছে আমার, সেটা বলে বোঝানো সম্ভব না। কী দারুণ কিংবদন্তি। কী দারুণ মানুষ। কী দারুণ ক্রিকেটার!’
ওয়াকার ইউনিসও শোকগাথায় শামিল হয়েছেন, ‘শেন ওয়ার্ন আর নেই...আমি স্তব্ধ এবং একদম মন ভেঙে গেছে। এখনো বিশ্বাস হচ্ছে না কী শুনছি। আমাদের ক্রিকেট সমাজের জন্য খুবই খুবই খারাপ দিন। আমার প্রজন্মের সবচেয়ে বড় তারকা চলে গেলেন। বিদায় কিংবদন্তি। পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।’
ভারত দলের অধিনায়ক রোহিত শর্মাও খুব বেশি কিছু বলার ভাষা হারিয়েছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি, খুবই দুঃখজনক। খেলার একজন সত্যিকারের কিংবদন্তি ও বিজয়ী আমাদের ছেড়ে চলে গেলেন। শান্তিতে থাকুন শেন ওয়ার্ন...এখনো বিশ্বাস হচ্ছে না আমার।’