দ্রব্যের দাম কমানোর প্রেসক্রিপশন আমাদের কাছে আছে: সেলিম
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
সিপিবির সদ্য বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘আমরা বামপন্থীরা ক্ষমতায় গেলে কীভাবে দ্রব্যমূল্য কমাতে হয় তার প্রেসক্রিপশন তৈরি করা আছে। বাজারই যদি বাজার নিয়ন্ত্রণ করবে, এটাই যদি আপনার কথা হয়ে থাকে, তাহলে আপনার ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।’
শুক্রবার (৪ মার্চ) বিকালে রাজধানীর গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাসদের প্রথম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেলিম বলেন, ‘এই মুহূর্তে দরকার বামপন্থীদের সরকার। এটা মনের ভেতরে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। অনেকে হতাশা হয়ে বলে সমাজতন্ত্রের, বামপন্থীদের কি কোনও ভবিষ্যৎ আছে? আমি তাদের বলতে চাই, দুনিয়ার আর বাংলাদেশের কী সমাজতন্ত্র ছাড়া আর কোনও ভবিষ্যৎ আছে? এই কথা আজ প্রমাণিত। আমাদের ভবিষ্যৎ হলো সমাজতন্ত্র।’
মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভোটের লড়াই আর ভাতের লড়াই একটা আরেকটার সঙ্গে যুক্ত। ভোটের লড়াই আর ভাতের লড়াই একসঙ্গে করতে হবে।’
সিপিবির সাবেক সভাপতি বলেন, ‘কে বেশি ইসলাম পছন্দ করে এটা নিয়ে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। সাম্প্রদায়িকতাকে কবর দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। উপজেলায় উপজেলায় মডেল মসজিদ তৈরি করতে পারো, উপজেলায় উপজেলায় মডেল লাইব্রেরি কেন করো না। মডেল বিজ্ঞান ক্লাব কেন করো না। কারণ, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা দিয়ে মানুষকে ভাত ও ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এটাই হলো শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র।’
কংগ্রেসে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অনেকে অংশগ্রহণ করেন।