নারীর চিকিৎসায় বিশেষ টাস্কফোর্স
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
আগামী ৮ মার্চ নারী দিবসে নারীদের স্বাস্থ্য এবং নারী সচেতনতা নিয়ে বিশেষ এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ এনডোক্রাইন সোসাইটি। তবে সে সেমিনারে কেবল নারী চিকিৎসকরা নারীদের কথা শুনবেন, শোনাবেন স্বাস্থ্য বার্তা এবং সচেতনতা নিয়ে।
সায়েন্টিফিক সেমিনার অন উইমেন্স হেলথ শীরোনামের এই সেমিনার নিয়ে গ্রিন লাইফ হাসপাতালের এনডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. তানজিনা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ এনডোক্রাইন সোসাইটির ভেতরে থেকেই নারী এনডোক্রাইনোলজিস্টদের নিয়ে এক বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এমনটা রয়েছে।’
এবারের নারী দিবসে তেমনই এক টাস্কফোর্সের মাধ্যমে নারীদের সচেতন করার কাজটি করা হবে জানিয়ে ডা. তানজিনা হোসেন বলেন, ‘যেহেতু হরমোনাল ডিজিজগুলো নারীদের বেশি হয়, তাই এ নিয়ে তাদেরই বেশি সচেতন হতে হবে। নারী এন্ডোক্রাইনোলজিস্টদের নিয়ে পৃথক এই টাস্কফার্স তৈরিই এটার উদ্দেশ্য।
নারীদের মধ্যে সচেতনা বাড়াতে এবং নারীদের সব ধরনের স্বাস্থ্য নিয়ে আগামী ৮ মার্চ রাতে ঢাকা ক্লাবে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
এটা পুরোটাই একটা ব্যতিক্রমী অনুষ্ঠান হবে—সেখানে পুরো আয়োজন জুড়েই নারী চিকিৎসকরা থাকবেন, তারা নারীদের কথা শুনবেন, নারীদের সচেতনতার কথা বলবেন। কীভাবে সচেতন হওয়া যাবে সে নিয়ে পরামর্শ দেবেন বলেও জানান ডা. তানজিনা হোসেন।
উইমেন্স হেলথ নামের এই সেমিনারে চেয়ারপারসন হিসেবে বাংলাদেশ এনডোক্রাইনোলজি সোসাইটির সহ-সভাপতি ও বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রাফিয়া আফসানা, প্রধান অতিথি হিসেবে অবস্টেট্রিক্যাল এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসী বেগমসহ অন্যরা উপস্থিত থাকবেন।