ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪৫৫টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৪৫৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য।
র‌্যাব-৩ এর অপারেশন্স ও ইন্টেলিজেন্স শাখার স্টাফ অফিসার খাইরুল কবির এর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ জাহাঙ্গীর (৪০), সাজু মণ্ডল ওরফে সাহাজুল (৪৫), জাকির হোসেন (৩৩), মো. রাসেল ওরফে মিঠু (৩০) ও মোক্তার হোসেন (৩৩)।
খায়রুল কবির বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় মোবাইল ছিনতাই করে আসছিল। রাজধানীর গাবতলী কল্যাণপুর কমলাপুর যাত্রাবাড়ী কাঁচপুর ব্রিজ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে যাত্রী এবং পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করতো চক্রটি। পরবর্তী সময়ে সুযোগ বুঝে বিভিন্ন জায়গায় এসব চোরাই মোবাইল বিক্রি করতো।