ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং পীরযাত্রাপুর স্কুলের অফিস সহকারি আব্দুর রশিদের স্মরণসভা
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরি) ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই উচ্চ বিদ্যালয়ের সহকারী বিএসসি শিক্ষক মোঃ মামুনুর রশীদের পিতা মোঃ আব্দুর রশিদ (৭০) এর মৃত্যুজনিত কারণে গতকাল ৪ মার্চ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউপি আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান  মো. জাকির হোসেন জাহের চৌধুরীর  সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মো. মিজানু রহমান,
পীরযাত্রাপুর  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম ভুইয়া, মো. আলম খাঁন সরদার, সহকারি প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, সমাজ সেবক মো. মাহাবুবুর রহমান মাছুম, মো. জসিম উদ্দীন মাস্টার, যুবলীগ নেতা মো. আ: মান্নান, সহকারি প্রধান শিক্ষক হারুনুর রশীদ প্রমুখ। এসময় মো. লিটন, মহিলা মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে আব্দুর রশীদকে একজন নিবেদিত প্রাণ সমাজ হিতৈষী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। পরে বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. রেজাউল করিম। উল্লেখ্য, মো. আব্দুর রশীদ গত সোমবার ২৮ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।