ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সড়ক দুর্ঘটনায় আহত মামুনের মৃত্যু
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM, Update: 05.03.2022 12:30:11 AM
সড়ক দুর্ঘটনায় আহত মামুনের মৃত্যুস্টাফ রিপোর্টার।। কুমিল্লা হযরতপাড়া নিবাসী মামুনুর রশিদ মামুন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। গত ২৭ ফেব্রুয়ারি তিনি টমসনব্রিজ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। আহত মামুনকে প্রথমে মুন হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গতকাল শুক্রবার বাদ জুমা হযরতপাড়া গাউছিয়া জামে মসজিদ ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা রফিকুল ইসলাম আনসারী। জানাজায় অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, সাবেক কাউন্সিলর শওকত আকবর, মোতালেব হোসেন, মো: নিজাম উদ্দিন, রাসেল আহমেদ রনি, সেলিম মিয়া, মো: জামাল হোসেন এবং সমাজের সর্বস্তরের লোকজন।
মামুনুর রশিদ মামুন মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, দুই ভাই ও অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য,  মামুন ছিলেন একাধারে ফুটবল, ক্রিকেট এবং ভলিবল খেলোয়াড়। খেলোয়াড় জীবন শেষে তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং দেশে গার্মেন্টস শিল্পে চাকরিরত ছিলেন। এছাড়াও তিনি হযরত পাড়া মসজিদ উন্নয়ন কমিটির সদস্য ছিলেন। মামুন সহজ সরল জীবনযাপন করতেন। তিনি একজন মুক্তমনা ভালো মানুষ ছিলেন।