Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM, Update: 05.03.2022 12:30:16 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ৩০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ৪ মার্চ শুক্রবার সকালে কুমিল্লা সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে- নারায়নগঞ্জজেলার রুপগঞ্জ থানার দক্ষিণ নবগ্রামের সায়েদ আলী মিয়ার ছেলে মোঃ ফয়সাল ওরফে রাজিব এবং ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল ৩০০ফিট তলনা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সৈয়দ মোঃ পান্না।
তারাদীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।