১১ বছর পর চাঁদপুর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM
দীর্ঘ ১১ বছর পর চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগদীর্ঘ ১১ বছর পর চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ
দীর্ঘ ১১ বছর পর চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (০৫ মার্চ) ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১১ পৃষ্ঠার কমিটিতে বিভিন্ন পদে স্থান পাওয়া ২৭৬ জনের নাম ও পদবির তালিকা প্রকাশ করা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায়, ঘোষিত কমিটির কয়েকটি পাতা প্রকাশ করা হয়নি। এই কারণে পূর্ণাঙ্গ কমিটির সদস্য কত এবং আরও কারা কমিটিতে আছেন, তাদের নাম জানা যায়নি। এছাড়া কত বছরের জন্য এ কমিটি দেওয়া হয়েছে তাও উল্লেখ করা হয়নি।
১১ পৃষ্ঠার প্রাপ্ত তালিকা অনুযায়ী কমিটির সভাপতি মো. জহির উদ্দিন, সহ-সভাপতি ৫৯ জন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, প্রচার সম্পাদক একজন, উপ-প্রচার সম্পাদক তিন জন, দফতর সম্পাদক একজন, উপ-দফতর সম্পাদক তিন জন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একজন, উপ-গ্রন্থনা সম্পাদক চার জন, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক একজন, উপ-শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক চার জন, সাংস্কৃতিক সম্পাদক একজন, উপ-সাংস্কৃতিক সম্পাদক পাঁচ জন, অর্থ সম্পাদক একজন, উপ-অর্থ সম্পাদক চার জন, আইন বিষয়ক সম্পাদক একজন, উপ-আইন বিষয়ক সম্পাদক চার জন, পরিবেশ সম্পাদক একজন, উপ-পরিবেশ সম্পাদক চার জন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক একজন, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তিন জন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একজন, উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক চার জন, সমাজসেবা সম্পাদক একজন, উপ-সমাজসেবা সম্পাদক চার জন, ক্রীড়া বিষয়ক সম্পাদক একজন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক চার জন, পাঠাগার বিষয়ক সম্পাদক একজন, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক চার জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক একজন, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চার জন, ছাত্রী বিষয়ক সম্পাদক একজন, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক তিন জন, ধর্ম বিষয়ক সম্পাদক একজন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক চার জন, কৃষি বিষয়ক সম্পাদক একজন, উপ-কৃষি বিষয়ক সম্পাদক চার জন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক একজন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক চার জন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এক জন, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক চার জন, সাহিত্য সম্পাদক একজন, উপ-সাহিত্য সম্পাদক চার জন, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক একজন, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক তিন জন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক একজন, উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক চার জন, আপ্যায়ন সম্পাদক একজন, উপ-আপ্যায়ন সম্পাদক চার জন, ছাত্রবৃত্তি সম্পাদক একজন, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক চার জন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক একজন, উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক চার জন, প্রশিক্ষণ সম্পাদক একজন, উপ-প্রশিক্ষণ সম্পাদক চার জন, নাট্য ও বিতর্ক সম্পাদক একজন, উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক চার জন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক একজন, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক চার জন, সহ-সম্পাদক ২৯ জন এবং ২৮ জন সদস্যের নাম ঘোষিত কমিটিতে উল্লেখ রয়েছে। অপ্রকাশিত কয়েকটি পৃষ্ঠায় থাকা নেতৃবৃন্দের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সম্পর্কে জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘ ১১ বছর পর চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এজন্য আমরা আনন্দিত। এতদিন পর ছাত্রলীগের ছেলেরা একটা পরিচয় পেয়েছে। এজন্য সবাই খুশি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, ঘোষিত কমিটিতে আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে কিছু নাম ঢুকেছে- যাদের আমরা চিনি না। এ কারণে কিছুটা হতাশ আমরা। আমরা যে তালিকা দিয়েছি, সেখানে সিনিয়র-জুনিয়র মেইনটেইন করে দিয়েছি। কিন্তু ঘোষিত কমিটির আগে ও পেছনে কিছু বিতর্কিত কিছু নাম আছে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের বলেছেন, বিতর্কিত কারও নাম থাকলে চিঠি দিয়ে কেন্দ্রকে জানালে তাদের অব্যাহতি দেওয়া হবে।
কমিটির পরিধি সম্পর্কে তিনি বলেন, প্রাপ্ত তালিকার মধ্যে সহ-সভাপতি, সহ-সম্পাদক ও সদস্যদের কয়েকজনের নাম পাওয়া যায়নি।
জহির উদ্দিন বলেন, জেলা ছাত্রলীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০১২ সালের ২০ সেপ্টেম্বর। এরপর ২০১৬ সালের ২৯ ডিসেম্বর আট সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। তারপর ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি বর্তমান কমিটি ঘোষণা করা হয়। দুই বছর ২৮ দিন পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।