ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাগরে নিম্নচাপ আকাশ মেঘলা থাকতে পারে
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM
বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ভারতের দিকে থাকায় বাংলাদেশে খুব একটা প্রভাব পড়বে না। চট্টগ্রাম ও বরিশালসহ আশেপাশের এলাকার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই। সে কারণে নদী বা সমুদ্রবন্দরে কোনও সতর্কতা সংকেত দেওয়া হবে না। এটি ভারতের উপকূলের একেবারে কাছে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম ও বরিশালের দিকের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকার অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩১ দশমিক ৪, ময়মনসিংহে ৩০ দশমিক ৬,, চট্টগ্রামে ৩২ দশমিক ৭, সিলেটে ৩১ দশমিক ৫, রাজশাহীতে ৩১ দশমিক ৩, রংপুরে ৩০ দশমিক ২, খুলনায় ৩১ দশমিক ৫ এবং বরিশালে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।