ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেন সেনা ক্যাম্পে আটকা রিয়াদুলকে নিয়ে উদ্বিগ্ন পরিবার
Published : Thursday, 10 March, 2022 at 7:15 PM
ইউক্রেন সেনা ক্যাম্পে আটকা রিয়াদুলকে নিয়ে উদ্বিগ্ন পরিবারইউক্রেনে চলছে রুশ হামলা। এই অবস্থায় দেশটির একটি সেনা ক্যাম্পে আটকা পড়েছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক লোক। এর মধ্যে রয়েছেন সিলেটের এক যুবক। রিয়াদুল হক নামের ওই যুবক সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আবদুল মালিকের ছেলে।

যুদ্ধাবস্থায় সেনা ক্যাম্পে রিয়াদুলের আটকা পড়া নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবার। সেনা ক্যাম্পে আটকা পড়া রিয়াদুলসহ সকল বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে আনতে সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার। 

এর আগে সেনা ক্যাম্প থেকে এক ভিডিও বার্তায় রিয়াদুল হক বাঁচার আকুতি জানান। তিনি ও তার সাথে আটকা পড়া বাংলাদেশিদের উদ্ধারে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান। 
ওই ভিডিও বার্তায় রিয়াদুল বলেছিলেন, ‘ক্যাম্পে ৫ বাংলাদেশিসহ শতাধিক লোক রয়েছি। আগে এটি অভিবাসী ক্যাম্প ছিল। ইউক্রেনের বিভিন্ন শহর দখলের পর এটি হয়েছে সেনা ক্যাম্প। এখানে ভয়ের মধ্যে আছি আমরা। আমাদের আটকে রাখা হয়েছে, জিম্মি হয়ে আছি।

রাত হলে বোমার শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনতে পাই, তখন আলো নিভিয়ে দেওয়া হয়। যে রুমে আমরা ৩-৪ জন মানুষ থাকি, সেখানে রাখা হয়েছে ১০ জন মানুষ।’

আবদুল মালিকের তিন ছেলে-মেয়ের মধ্যে রিয়াদুল হক দ্বিতীয়। ছেলের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা আবদুল মালিক বলেন, ‘চার বছর আগে ইউক্রেন যায় তার ছেলে। সেখানকার একটি অভিবাসী ক্যাম্পে ছিল সে। যুদ্ধের একপর্যায়ে ইউক্রেনের সেনারা এই অভিবাসী ক্যাম্পকে সেনা ক্যাম্পে পরিণত করে।

এরপর থেকে পরিবারের সঙ্গে রিয়াদুলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি ক্যাম্প থেকে রিয়াদুলের করা ভিডিওটি ভাইরাল হলে সেটি তাদের নজরে আসে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানার পর পরিবারের সবাই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।’ 

ছেলেকে ফিরে পেতে সরকারের সহযোগিতা চান রিয়াদুলের বাবা আবদুল মালিক।