ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘তিন দিন আগেই জানিয়েছে হাসপাতালে কোনো মা ও শিশু নেই’
Published : Thursday, 10 March, 2022 at 8:18 PM
‘তিন দিন আগেই জানিয়েছে হাসপাতালে কোনো মা ও শিশু নেই’তুরস্কে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে যোগ দেন সংবাদ সম্মেলনে। 

এই সংবাদ সম্মেলনে ইউক্রেনের মারিউপোলে মা ও শিশু হাসপাতালে হামলার বিষয়ে জিজ্ঞেস করা হয় লাভরভকে। যে হামলায় এক শিশুসহ তিনজন নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন।

রুশ পররাষ্টমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় শিশুদের হাসপাতালে হামলা করার বিষয়টিকে কিভাবে তারা সঠিক বলে দাবি করবেন?

এ ব্যাপারে লাভরভ বলেন, এবারই প্রথমবার রাশিয়ার সেনাবাহিনীর কথিত নৃসংশতা নিয়ে কান্নাকাটি করতে দেখছি না।

লাভরভ আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে তিন দিন আগেই রাশিয়ার প্রতিনিধিরা জানিয়েছে হাসপাতালে কোনো মা ও শিশু নেই। এর নিয়ন্ত্রণ নিয়েছে মৌলবাদী যোদ্ধারা এবং সকল মা ও নার্সদের বিতাড়িত করে দিয়েছে।

লাভরভ দাবি করেছেন পশ্চিমা মিডিয়াগুলো ইউক্রেনকে নিয়ে বেশ আবেগপূর্ণ। কিন্তু অন্য পক্ষের সঙ্গে কি হচ্ছে সে বিষয় নিয়ে তাদের মাথাব্যথা নেই।   


তবে লাভরভের এমন মন্তব্যের পর তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। 

তিনি কড়া ভাষায় বলেন, রাশিয়া মিথ্যাচার করছে। যেটি তারা সব সময় করে। 

সূত্র: বিবিসি