ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফরিদগঞ্জে যুবকের আ ত্ম হ ত্যা
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM
মানিক দাস ।।
ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে  হাসান(২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
৯ মার্চ বুধবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ের শাসিয়ালী গ্রামের ইসাদি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ- পরিদর্শক আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই যুবকের বসতঘর থেকে লাশ উদ্ধার করে। আত্মহত্যা কারী হাসান ইসাদি বাড়ির ওয়ালি উল্যার একমাত্র ছেলে।
আত্মহত্যার বিষয়ে হাসানের পরিবারের লোকজন জানান, হাসান দির্ঘদিন দরে মানুসিক রোগে ভুগছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, সে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ৪ বোনের এক ভাই হাসান পেশায় একজন অটোরিক্সা শ্রমিক ছিলেন। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে ফরিদগজ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

হটলাইনে অভিযোগ পেয়ে চমেক ওষুধের দোকানে দুদক
হটলাইনে রোগীদের কাছ থেকে ‘অনিয়মের’ অভিযোগ পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের  সরকারি ওষুধের দোকানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুছ সাদাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানের শুরুতে বেলা ১১টার দিকে দুদকের তদন্ত দল হাসপাতালের প্রশাসনিক ভবনে যায়। পরে নিচতলায় ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা।
অভিযানে অংশ নেওয়া দুদক চট্টগ্রামের উপ-পরিচালক আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হটলাইনে ভুক্তভোগী রোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে তা তদন্ত করতেই এ অভিযান চালানো হয়েছে।”
হাসপাতালের সরকারি দোকানের ওষুধ বিভিন্ন সময়ে বাইরে বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া রোগীদের সেখান থেকে ওষুধ না পাওয়ার অভিযোগও আছে।
গত ৭ ফেব্রুয়ারি হাসপাতালের সরকারি ওষুধ রোগীদের বদলে বাইরে বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অনিয়মের বিষয়ে দুদক কর্মকর্তা আবু সাইদ বলেন, “আমরা বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি, তথ্য সংগ্রহ করেছি।”
অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সঙ্গেও দেখা করেন।