ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM
দেবিদ্বার প্রতিনিধি।
মুজিব বর্ষের সফলাতা-দুর্যোগ প্রস্ততিতে গতিশীলতা এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায়  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন নবী তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী অর্জিন চাকমা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, দেবিদ্বার প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর সহ অরো অনেকে।
আলোচকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন যথেষ্ট সক্ষম। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প, বজ্রপাতসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো না গেলেও মোকাবেলা করে হতাহত ও ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। কেবল সচেতনতার অভাব ও অবহেলার কারণে মানবসৃষ্ট দুর্যোগ ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই প্রাকৃতিক দুর্যোগ নয়; মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথেই বর্তমান সরকার দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকসই কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং মুজিববর্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ, গ্রমীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে, উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, জেলা ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।