ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বাস চাপায় ২ কলেজ ছাত্র ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM, Update: 11.03.2022 2:34:24 AM
কুমিল্লায় বাস চাপায় ২ কলেজ ছাত্র ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র এবং সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহসাড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজার এবং দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় বাসচাপায় রবিউল ইসলাম ও সজিবুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হন। তারা উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। এদের মধ্যে রবিউল ইসলাম (১৮) দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির মো. জয়দল হোসেনের ছেলে এবং সজিবুল ইসলাম সজিব (১৭) জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম মিয়ার ছেলে। সে দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুরে মামার বাড়িতে থেকে লেখা পড়া করতো। দুর্ঘটনার  খবর পেয়ে স্থানীয় লোকজন ও কলেজের কিছু ছাত্র এসে সড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ রানা জানান, কলেজে ক্লাস শেষে রবিউল ও তার বন্ধু সজিব মোটর সাইকেলে দেবিদ্বার উপজেলা সদরের বাড়িতে ফিরছিল। তাঁরা বেগমাবাদ এলাকায় পৌছার পর কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে উভয় মোটরসাইকেলসহ গাড়ির সামনে অংশ দিয়ে ভেতরে চলে যায়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। উপস্থিত লোকজনের সহায়তায় আংশকাজনক অবস্থায় আহত একজনকে (সজিব) উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান তিনি।
এদিকে, দুই ছাত্রের মরদেহ তাদের বাড়িতে নেয়ার পর উভয়ের স্বজনদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে ছুটে যান কলেজের শিক্ষক ও সহপাঠিরা।
কুমিল্লায় বাস চাপায় ২ কলেজ ছাত্র ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহতএ আগে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় বাসচাপায় মো. দিদার হোসেন (৫০) নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হন। দিদার হোসেন সেনাবাহিনীর করপোরাল অফিসার হিসেবে অবসরগ্রহণের পর কুমিল্লা ক্যান্টমেন্ট মার্কেটের হক সুইটসের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির করিমাবাদ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, বুধবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন দিদার হোসেন। পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে বাসের চাকার নিচে পড়েন দিদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানাজা ও দাফন সম্পন্ন:
দেবিদ্বারে বাসচাপায় নিহত রবিউল ইসলাম ও সজিবুল ইসলাম জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রাত ৮ টা ১৫ মিনিটে দেবিদ্বার রেয়াজউদ্দিন মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বক্তব্য রাখেন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, সাবেক উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ,  ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল। ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তারা বলেন, কুমিল্লা সিলেট মহাসড়কে অনিয়ন্ত্রত ভাবে যারা বাস চালায় তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘাতক বাস চালককে অতিস্বত্তর গ্রেফতার করে আইনের আওয়াত আনার দাবি করছি।