কুমিল্লার বরুড়ায় ঢেউয়াতলী গ্রামে নববধূ ইয়াসমিন নামে এক মহিলা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ ১১ মার্চ ভোর ৫ টার সময় এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামের মাদ্রাসা সংলগ্ন আলতাফ মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার সুত্রপাত হয়।
শুক্রবার(১১ মার্চ) ভোর সোয়া ৫টায় হটাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট সৃষ্ট আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়,শুক্রবার ফজর নামাজের একটু আগে হটাৎ বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘরে থাকা গ্যাস সিলিল্ডার বিস্ফোরিত হয়ে পুরো ঘর পুড়ে যায়।এ সময় ঘুমে থাকা রেজাউলের স্ত্রী ইয়াসমিন নামে এক নববধূ পুড়ে ছাই হয়ে যায়।এক মাস আগে তাদের বিয়ে হয়েছিল। পরে স্থানীয়রা বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা ধরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।।
এ বিষয়ে বরুড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।