ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এ খবর সত্যি হলে রাশিয়ায় ‘ফেসবুক’ বন্ধ করে দেওয়া হবে : রাশিয়ান মুখপাত্র
Published : Friday, 11 March, 2022 at 7:04 PM
এ খবর সত্যি হলে রাশিয়ায় ‘ফেসবুক’ বন্ধ করে দেওয়া হবে : রাশিয়ান মুখপাত্রসংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্ক জুকারবার্গের কোম্পানি মেটা  কিছু দেশে তাদের নীতিতে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছে। 

নীতি পরিবর্তন করার কারণে কিছু দেশে মেটার কোম্পানি ফেসবুক ও ইনস্টাগ্রাম রাশিয়া ও রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে আক্রমণের আহ্বানকে ঘৃণাবাচক কথা হিসেবে ধরবে না।

তাছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে দেওয়া পোস্টকেও সাময়িক অনুমতি দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম

আগে কোনো ব্যক্তি বা দেশের বিরুদ্ধে হামলার কথা বা মৃত্যুকামনা করলে সেটি মুছে ফেলত ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ওই ব্যবহারকারীকে সতর্ক করে দিত। 

আর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি রয়টার্সের প্রকাশিত এ খবরটি সত্য হয় তাহলে রাশিয়ায় মেটার অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম গুটিয়ে নিতে হবে। 

রাশিয়ার প্রতিবেশী আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে এ ধরনের বক্তব্য দেওয়া যাবে। 

ফেসবুককে নিষিদ্ধ করার ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেন, আমরা রয়টার্সের খবর বিশ্বাস করতে চাই না। এমন খবর বিশ্বাস করা খুবই কঠিন।

তিনি আরও বলেন, আমরা আশা করি খবরটি সঠিক নয়। কারণ যদি খবরটি সঠিক হয় তাহলে রাশিয়ায় মেটার কার্যক্রম বন্ধ করতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

সূত্র: আল জাজিরা