যশোরে প্রকাশ্যে হাফিজুর রহমান (২১) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ মার্চ) সকালে যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
অবস্থা গুরুতর হওয়ায় দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হাফিজুর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি শহরের আর এন রোডে মোটরগাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন।
আহতের স্বজনরা জানিয়েছেন, হাফিজুর শুক্রবার সকালে মনিহার সিনেমা হলের সামনে একটি সেলুনে চুল কাটাতে যান। এসময় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে প্রকাশ্যে তার বুকে ও পিঠে ছুরি মেরে জখম করে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার বলেন, পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন তাকে ছুরি মেরে গুরুতর জখম করে। ঘটনা উদঘাটনে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।