টানা ৯ মাসের গবেষণা ও গ্রন্থনা শেষে ৩১ মার্চ উন্মুক্ত হচ্ছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের আত্মজীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’। নিশ্চিত করেছেন এর লেখক সোহেল অটল।
১০ মার্চ প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশন্সের সঙ্গে এই বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বই। নানা বিতর্কিত বিষয় এতে সংযুক্ত থাকছে। সোহেল অটল গত প্রায় ৯ মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় ২শ’ মানুষের ইন্টারভিউ করেছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি এই বইয়ের মাধ্যমে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
বইটি প্রকাশে খানিক বিলম্ব হওয়ার কারণ প্রসঙ্গে সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানা শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তার জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে।’
এদিকে প্রকাশক নাজমুল হুদা রতন বলেন, ‘আসিফ আকবরের জীবন সম্পর্কে সাধারণ মানুষের অদম্য কৌতূহল রয়েছে। কারণ, খুব একটা স্বাভাবিক জীবন প্রবাহ তার নয়। সে কারণেই সাহস পাবলিকেশন্সও প্রচণ্ড আগ্রহের সঙ্গে বইটি প্রকাশ করতে এগিয়ে এসেছে।’
প্রায় কুড়ি ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মার্চের ৩১ তারিখ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে এটি প্রকাশের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশন্স। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তীতে ইংরেজি সংস্করণও প্রকাশ হবে। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
গত বছরের (২০২১) ২৫ মার্চ ৫০ বছর পূর্ণ করেন আসিফ আকবর।