Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM, Update: 12.03.2022 12:35:27 AM
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কুমিল্লা টাউন হল চত্বরে সকাল ১০ টায় বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি শতভাগ উৎসব ভাতা, ৪০% বাড়িভাড়া, চাকুরী জাতীয় করণ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা জেলার সকল উপজেলার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারী সহ প্রায় ৫ শতাদিক শিক্ষকের একটি বিশাল ‘‘শিক্ষক বন্ধন’’ কর্মসূচী পালন করেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব আবদুল মোমেন, কাজী আইয়ুব আলী, জেলা কমিটির সভাপতি জনাব আবুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা, সহ-সভাপতি জনাব কারুল কবির, ছালেহ আহম্মদ ভূইয়া, মোঃ মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মোঃ মনিরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজির আহম্মদ হাজারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন (লাকসাম), নাঙ্গলকোট উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, নাঙ্গলকোট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, মোঃ রুহুল আমিন সহ প্রধান শিক্ষক, শিরিনা আক্তার সহ প্রধান শিক্ষক, নাছরিন আক্তার প্রধান শিক্ষক, মোঃ শাহাজান সভাপতি নাঙ্গলকোট মাধ্যমিক শিক্ষক সমিতি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ আসন্ন ঈদুল ফিতরের পূর্বে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সভাপতি