আসছে গ্রীষ্ম। তাপমাত্রা বাড়ছে প্রতিদিনই। এই গরমে ত্বক খুব সহজেই হয়ে পড়ে নির্জীব। জেনে নিন এ সময় ত্বক প্রাণবন্ত রাখতে কী করবেন আর কী করবেন না।
অতিরিক্ত মেকআপ ব্যবহার করবেন না গরমের এই সময়টাতে। দিনজুড়ে ফুরফুরে থাকতে একদম কম মেকআপ বা নো মেকআপ লুক বেছে নিন।
ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন ত্বক সজীব রাখতে। ত্বক হাইড্রেট রাখবে এটি। গোলাপজলের সঙ্গে পানি মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসিয়াল মিস্ট।
প্রতিদিন পর্যাপ্ত পানি খাবেন। ৮ থেকে ১০ গ্লাস পানি আপনার ত্বক রাখবে ফ্রেশ।
বাইরে গেলে কাজের ফাঁকে বারবার ত্বকে পানি দেওয়ার অভ্যাস করুন।
অ্যালোভেরা, শসা ও টক দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে এক থেকে দুইবার।