যশোরের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন হোসেন (১৯) ও ইমরান হোসেন (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসিফ হোসেন (২২) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) রাতে মণিরামপুর উপজেলার বসন্তপুর এলাকায় খেদাপাড়া-বাঁকড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মণিরামপুরের কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে এবং ইমরান একই গ্রামের কাসেম গাজীর ছেলে। আহত আসিফ ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শাওন, ইমরান, আসিফ, নয়ন ও রনি- এই পাঁচ বন্ধু শুক্রবার রাতে খেদাপাড়া এলাকায় এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে দুটি মোটরসাইকেলে করে তারা খেদাপাড়া-বাঁকড়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। একটি মোটরসাইকেলে ছিলেন শাওন, ইমরান ও আসিফ। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাওন। অপর মোটরসাইকেলে ছিলেন নয়ন ও রনি। রাত ১০টার দিকে মোটরসাইকেল দুটি উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছে। এসময় পেছনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাওন ও ইমরান মারা যান। গুরুতর আহত হন আসিফ।
মণিরামপুরের খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই ছদরুল আলম বলেন, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাওন ও ইমরান ঘটনাস্থলেই নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।