ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু নেই
Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM, Update: 17.03.2022 1:09:38 AM
টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু নেইটানা দ্বিতীয় দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৬ মার্চ সকাল ৮টা) করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগের দিনও (১৫ মার্চ) মৃত্যুর সংখ্যা শূন্য বলে জানিয়েছিল অধিদফতর। তিন মাস আগে গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন পার করেছিল বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। এ সময় ১৮২ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল ২১৭ জনের কথা জানানো হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৮২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৯ হাজার ১১২ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯২ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬২টি আর পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭৯টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি।
দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।