ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সিএনজি অটোচালকদের বিক্ষোভ
Published : Wednesday, 16 March, 2022 at 8:44 PM
কুমিল্লায় সিএনজি অটোচালকদের বিক্ষোভকুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার সড়কে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বুধবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী নগরীর কচুয়া চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় পদুয়ার বাজার বিশ্বরোড, জাঙ্গালিয়া, টমছম ব্রিজ ও কান্দিরপাড় থেকে যাতায়াত করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন চালকরা। এরপরই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। 
চালকদের অভিযোগ, অটোরিকশা নিয়ে কান্দিরপাড় গেলেই তা আটকে রাখা হয়। পরে টাকা দিয়ে অটোরিকশাটি ছোটাতে হয়। পুরো সড়কে দিতে হয় চাঁদা। না দিলে সিএনজি আটকে রাখে; মারধর করে। তাই বাধ্য হয়ে তাদের মাঠে নামতে হয়েছে।
জেলা ট্রাফিক পরিদর্শক এমদাদুল হক বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নগরীর যানজট নিরসনে কান্দিরপাড়ে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডটি বন্ধ করতে হবে। কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি।