Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM, Update: 17.03.2022 1:10:02 AM
স্টাফ
রিপোর্টার: শতবর্ষের আলো ছড়ানো দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ
বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ এক মিলনমেলা
অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া, জাতীয় সংগীত
পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষকগণের সম্মাননা,
সংক্ষিপ্ত স্মৃতিচারণ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
দিনব্যাপী শতবর্ষ উদযাপিত হবে।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং সদস্য
সচিব মোঃ কামাল হোসেন রেজিস্ট্রেশনকারী প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের
যথাসময়ে মিলনমেলায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন।
শতবর্ষ উদযাপন
কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
(মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন
কৃতি শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, এফসিএ এমপি এই
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
তিন সহস্রাধিক প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এই মিলনমেলায় অংশ নিবেন।
উল্লেখ্য
১৯২১ সালে প্রতিষ্ঠিত বাগমারা উচ্চ বিদ্যালয় ২০২১ সালের জানুয়ারিতে
শতবর্ষে প্রদার্পণ করে। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজের বহুদিক আলোকিত
করে চলেছেন। শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি ও ব্যবসায়সহ রাষ্ট্রের
বিভিন্ন ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে।