Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM, Update: 17.03.2022 1:11:07 AM
কুমিল্লার
লাকসামে মুক্তিযুদ্ধকালীন অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
এটির ব্যাস ১৩ ইঞ্চি এবং লম্বা ১৬ ইঞ্চি। বুধবার (১৬ মার্চ)
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহসড়কের লাকসাম শহরের বাইপাস এলাকা থেকে মর্টার
শেলটি উদ্ধার করা হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ
উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লাকসাম বাইপাস
গরুবাজারে ড্রেনের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খনন করা হয়। ওই মাটি ট্রাকে
করে এনে সড়কের উত্তর লাকসাম আজিজ স’ মিলের পাশে ফেলা হচ্ছিল। স্থানীয় লোকজন
হঠাৎ সেখানে একটি মর্টার শেল দেখতে পান। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ
ঘটনাস্থল থেকে পৌঁছে এটি উদ্ধার করেন।
ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন,
‘এটি মুক্তিযুদ্ধ সময়ের হতে পারে। মর্টার শেলটি নিস্ক্রিয় করার জন্য
বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম্ব ডিসপোজাল টিমকে চিঠি
দেওয়া হয়েছে।’