ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কু‌মিল্লায় ধর্মর‌ক্ষিত মহা‌থের জাতীয় অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়ায় এলজিআরডি মন্ত্রী
Published : Saturday, 19 March, 2022 at 4:18 PM
কু‌মিল্লায় ধর্মর‌ক্ষিত মহা‌থের জাতীয় অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়ায় এলজিআরডি মন্ত্রী কু‌মিল্লায় উপসংঘরাজ দর্শনবা‌রি‌ধি অধ‌্যাপক ধর্মর‌ক্ষিত মহা‌থের জাতীয় অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়া অনু‌ষ্টিত। ‌ স্থানীয়সরকার মন্ত্রী তাজুল ইসলাম ব‌লেন -দে‌শে ধর্মীয় কোন বি‌বেধ নেই। কিছু অসাধু মানুষ আ‌ছে রাজ‌নৈ‌তিক ভা‌বে ধর্ম‌কে বিভাজন ক‌রে।‌ বিএন‌পি‌কে উ‌দ্দেশ‌্য ক‌রে মন্ত্রী ব‌লেন -বিএন‌পি যখন রা‌ষ্ট্রিয় ক্ষমতায় সা‌রের জন‌্য কৃষকরা আ‌ন্দোলন ক‌রে‌ছে ,১৭জন কৃষক‌কে হত‌্যা করা হ‌য়ে‌ছি‌লো। বর্তমান সরকা‌রের আম‌লে দে‌শে কৃ‌ষিসহ সাম‌গ্রিকভা‌বে উন্নয়ন হয়ে‌ছে।আর এ অভূত উন্নয়ন‌কে বাধা প্রদা‌নের জন‌্য বি‌ভিন্ন ভা‌বে ষড়যন্ত্র করা হ‌চ্ছে ব‌লে মন্তব‌্য ক‌রেন। শ‌নিবার সকা‌লে লাকসাম চাঁনগাঁও কোয়াঁর ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়া অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এম‌পি এসব কথা ব‌লেন।  সদ‌্য ২১‌শে পদকপ্রাপ্ত বাংলা‌দেশী বৌদ্ধ‌দের স‌র্বোচ্চ ধর্মীয় গুরু মহামান‌্য সংঘরাজ শাসন শোভন ড, জ্ঞানশ্রী মহা‌থের সভাপ‌ি‌ত্বে অনু‌ষ্ঠিত অ‌ন্ত্যেষ্টি‌ক্রিয়া অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ,সি‌নিয়র স‌চিব হেলালুদ্দীন আহ‌মেদ,জেলা প্রশাসক কামরুল হাসান,পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ.লাকসাম উপ‌জেলা চেয়ারম‌্যান এড ইউনুস ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দরা। প‌রে আলংনৃত‌্য, অ‌নিত‌্য ও স্মৃ‌তিচারণ সভা অনুষ্টিত হয়। অ‌ন্ত্যো‌ষ্টি‌ক্রিয়ার মধ‌্য দি‌য়ে ধর্মগুরু‌কে চির বিদায় দি‌তে দে‌শের বি‌ভিন্ন জেলার বৌদ্ধধর্মাল‌ম্বিরা অংশ নেন।