৬ বছর আগে ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ কাবাডিতে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। সেবার জয় এসেছিল ৫২-১৮ পয়েন্টে। এবার ঘরের মাঠে মুখোমুখিতে ইংলিশদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
আজ (শনিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে শিরোপা ধরে রাখার মিশন ভালোভাবেই শুরু করেছে তুহিন তরফদার-আরদুজ্জামানরা। নিজেদের চেনা পরিবেশে ৪৬-১২ পয়েন্টে হারায় ইংল্যান্ডকে।
প্রথমার্ধে ইংলিশদের তেমন সুযোগই দেয়নি স্বাগতিকরা। শহীদ নূর হোসেন ভলিবল মাঠে ২৭-৪ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আধিপত্য বজায় থাকে। এই অর্ধেও ইংলিশদের পাত্তা দেয়নি। যেভাবে ইংলিশ অধিনায়ক আগের দিন হুঙ্কার দিয়েছিলেন, ম্যাচে তার কোনও প্রতিফলনই দেখা যায়নি। উল্টো দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় নিশ্চিত করেছে লাল সবুজ জার্সিধারীরা।
ম্যাচ জিতে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচ জিতে খুশি। কোচের পরিকল্পনা মতো খেলতে পেরেছি। সবাই ভালো খেলেছে। এই ধারাবাহিকতা ধরে অপরাজিত চ্যাম্পিয়ন হতে চাই আমরা।’
আগামীকাল (রবিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।