ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেন ওয়ার্নকে ‘গুড বাই’ বললেন বাবা-মা আর সন্তানরা
Published : Sunday, 20 March, 2022 at 12:02 PM
শেন ওয়ার্নকে ‘গুড বাই’ বললেন বাবা-মা আর সন্তানরাজীবনকে তিনি চুটিয়ে উপভোগ করেছেন, জীবন নিয়ে খেলেছেন হাতের মুঠোয়। যা ইচ্ছে হয়েছে, শেন ওয়ার্ন তাই করেছেন। ক্রিকেটের ২২ গজ মাতানো এই অজি লেগ স্পিনারকে মাত্র ৫২ বছর বয়সেই ছাড়তে হয়েছে জীবনের ছায়াপথ। মায়া রথ তার ছুটছে অন্য পাড়ে, মারে ডার্লিং ছেড়ে অন্য কোনো অজানা নদীর তীরেই তার আবাস।

থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হওয়া মারা যাওয়া শেন ওয়ার্নের শেষকৃত্য হয়েছে নিজেরে দেশে। জ্যাকসন, ব্রুক ও সামার তার তিন সন্তান ছিলেন বাবাকে শেষবারের মতো ‘গুড বাই’ বলার আয়োজনে। বাবা মা কিথ ও ব্রিজেটও তাঁদের বড় ছেলেকে শেষবার বলেছেন বিদায়। 

সব মিলিয়ে শেন ওয়ার্নের পারিবারিক শেষকৃত্যে উপস্থিত ছিলো ৮০ জন। 
৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান লেগ স্পিন কিংবদন্তি। ৩০ মার্চ প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় করে শেষকৃত্য আয়োজন করা হবে। সে উপলক্ষে ৫০ হাজার টিকিট বিনা মূল্যে দেওয়া হয়েছে। এমসিজির সাউদার্ন স্ট্যান্ডের নামও বদলে যাবে তার নামে।

তবে পরিবার ও কাছের মানুষদের তাঁদের প্রিয় মুখকে আলাদাভাবে বিদায় জানানোর সুযোগ দেয়া হয়ে আজ রবিবার। এই আয়োজনে কেবল ছিলেন ওয়ার্নির কাছের মানুষরা। সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর ও অ্যালান বোর্ডার উপস্থিত ছিলেন। ওয়ার্নের সঙ্গী মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রাও ছিলেন। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ছিলেন পারিবারিক এই আয়োজনে। মাঠের প্রতিপক্ষ ও বন্ধু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও ছিলেন।