ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাইকিতে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়
Published : Wednesday, 23 March, 2022 at 12:59 PM
লাইকিতে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ছোট ভিডিও তৈরি করে আয় করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইকি। টিকটকের মতোই এই অ্যাপ থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা আয় করতে পারেন নিয়মিত। তবে গ্রাহকদের কথা মাথায় রেখেই লাইকি যুক্ত করেছে এক নতুন ফিচার। এর মাধ্যমে এখন আয় হবে আরও বেশি।

সম্প্রতি কনটেন্ট নির্মাতাদের জন্য ‘সুপারলাইক’ ফিচার চালু করেছে লাইকি। ফিচারটির মাধ্যমে ভক্ত এবং ব্যবহারকারীরা তাদের পছন্দের এবং সেরা কনটেন্টনির্মাতাদের আরও কাছাকাছি যেতে পারবেন।

শুধু মানসম্পন্ন ও অর্থবহ কনটেন্টগুলোতেই এটির ব্যবহার করা হয়। এর মাধ্যমে নির্মাতারা আরও সৃজনশীল কনটেন্ট তৈরিতে আগ্রহী হয়ে ওঠেন। ফলে সর্বাধিক রেটিং পাওয়ার জন্য কনটেন্টনির্মাতারা উচ্চমানের কনটেন্ট তৈরিতে অনুপ্রাণিত বোধ করবেন বলে মনে করছেন হেড অফ লাইকি গ্লোবাল অপারেশনস গিবসন ইউয়েন।

প্রাথমিকভাবে ব্যবহারকারীদের হাতে থাকবে ১০টি সুপারলাইক। লাইকের স্টক ফুরিয়ে গেলে আরও কোটা জমানোর জন্য ব্যবহারকারীরা লাইকি-পরিবারে যোগদানের জন্য বন্ধুদের আমন্ত্রণ জানানো অথবা সরাসরি সুপারলাইক কোটা কেনার মাধ্যমে নির্মাতাদের অনুদান জানানোর মত সহজ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন।

তিনি আরও বলেন, আপনি যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই আকর্ষণীয় এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করতে হবে। এই পরিবর্তিত বাস্তবতার কথা মাথায় রেখে লাইকি এর ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতা উভয়কেই কার্যকর এবং মানসম্পন্ন কনটেন্টতৈরির মাধ্যমে আরও অর্থপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে যুক্ত থাকার সুযোগ করে দিতে চায়।

কনটেন্ট নির্মাতারাও ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া সুপারলাইকগুলো থেকে অর্থ উপার্জন করতে পারেন, যা কনটেন্টনির্মাতাদের আরও সৃজনশীল এবং চমৎকার কিছু নির্মাণে উৎসাহী করে তুলবে।

লাইকি এই ফিচারটির মাধ্যমে ভালো কনটেন্ট নির্মাতাদের পাশে থাকতে চায়। ভেরিফাইড কনটেন্ট নির্মাতারা প্রোডাক্ট রিভিউও পোস্ট করতে পারবেন এবং সুপারলাইকের মাধ্যমে গ্রাহকদের স্বীকৃতি লাভের ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারেন।

এই ফিচারটি কেবল কনটেন্ট নির্মাতাদের জন্য উপার্জনের একটি অতিরিক্ত পথই তৈরি করবে না। সেই সঙ্গে ফলোয়ারদের জন্য আরও ভালো ভালো গল্প তৈরি করতেও তাদের অনুপ্রাণিত করবে।

সূত্র: দ্য বিজনেস পোস্ট