কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখে শিক্ষক শিক্ষার্থীরা।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এবং দুপুর ১২টায় মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের প্রধান ফটকের সামনে পৃথক ওই মানববন্ধন হয়। মানববন্ধনে কলেজগুলোতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এসময় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়ার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন- মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক একেএম আমিরুজ্জামান, মো. বাবুল মিয়া, আশরাফুন্নিসা বিলকিস, জৈষ্ঠ্য প্রভাষক রোকসানা বেগম, মো. ওমর ফারুক, মোহাম্মদ সোলাইমান, মো. মিজানুর রহমান, প্রভাষক মো. আওলাদ হোসেন, মো. শাহজাহান, তাছলিমা সুলতানা, মো. শরীফ হোসেন, তাছলিমা আকতার, তপন চন্দ্র দেবনাথ, মো. রুহুল আমিন ভূইয়া, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক এসএম আনিছুল হক, মোসা. নার্গিস আক্তার, মো. ছালাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. জসিম উদ্দিন ভূইয়া, প্রভাষক শাহজাহান কবির, মো.ইকবাল হোসেন, একেএম নজরুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, মো. তাজুল ইসলাম, নাহিদা আক্তার, সৈয়দ মো. নিজাম উদ্দিন মো. মাহবুবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইঁয়ার উপর হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।