ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় দুই ধাপে ২ লাখ ৬৪ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য।। বিক্রি শুরু
Published : Sunday, 20 March, 2022 at 2:20 PM, Update: 20.03.2022 2:40:40 PM
কুমিল্লায় দুই ধাপে ২ লাখ ৬৪ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য।। বিক্রি শুরুকুমিল্লায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য ভর্তুকি মুল্যে বিক্রি শুরু হয়েছে। কুমিল্লা জেলায় দুই ধাপে ২ লক্ষ ৬৪ হাজার ৭ শ ২৪ পরিবার পাবে টিসিবির পণ্য। এরমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ হাজার ২ শ ২৮ পরিবার পাবেন এই সুবিধা।

এ বিষয়ে আজ (রবিবার) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

জেলা প্রশাসক বলেন, পণ্য বিতরণে কোন অনিয়ম হলে অথবা পণ্যের দাম বেশী নিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিবার প্রতি ৬কেজি পণ্য ও রমজানে ২ কেজি বাড়িয়ে ৮ কেজি পণ্য ক্রয় করতে পারবেন এ কার্ডধারীরা।

সকাল ১১ টায় কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় ১১নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদির তত্ত্বাবধানে ১ হাজার কার্ডধারী পরিবারের মধ্যে চিনি, সয়াবিন তেল, ছোলা ও মশুর ডাল বিতরণ করা হয়।

জেলা প্রশাসন থেকে জানা যায়, কুমিল্লা জেলায় মোট দুই ধাপে ২ লক্ষ ৬৪ হাজার ৭ শ ২৪ পরিবারের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ হাজার ২ শ ২৮ পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্যের ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা ভোগ করবেন।