প্রথম ম্যাচে দারুণ জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই ইতিহাস হবে আরো সমৃদ্ধ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
লক্ষ্য বড় সংগ্রহের। টসে জিতে তামিম জানালেন, যত বেশি রান সম্ভব করার লক্ষ্যে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। উইনিং কম্বিনেশনে কাটছাট করতে চায় না নির্বাচকরা।
অন্যদিকে, মাচটি দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। বাঁচা-মরার লড়াই। সিরিজ বাঁচানোর লড়াই। আরেক দিকে রয়েছে পয়েন্ট হারানোর দুশ্চিন্তা।
এ ম্যাচ হারলে আবার ওয়ানডে সুপার লিগে পয়েন্ট হারিয়ে খাদের আরও কিনারায় পড়ে যাবে আফ্রিকার দলটি। এখন পর্যন্ত সুপার লিগে ১১ ওয়ানডেতে মাত্র ৩টিতে জিতেছেন প্রোটিয়ারা। ৩৯ পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে।
স্বাগতিকদের একাদশে এসেছে তিন পরিবর্তন। চোট কাটিয়ে ফিরেছেন কুইন্টন ডি কক। তিনি ফেরায় বাদ পড়েছেন এইডেন মার্করাম। মার্কো ইয়ানসেনের বদলে দলে এসেছেন আরেক বাঁহাতি পেসার ওয়েইন পারনেল। আর অলরাউন্ডার আন্দিলে ফেহলেকাও থাকছেন না এই ম্যাচে। তার জায়গায় খেলবেন তাবরেজ শামসি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা, কাইল ভেরেইনা, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।