ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০ ওভারে ৩১৮ রান করে বিশ্বরেকর্ড
Published : Wednesday, 23 March, 2022 at 1:07 PM
২০ ওভারে ৩১৮ রান করে বিশ্বরেকর্ড টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সৌদি আরব ও বাহরাইনের ম্যাচে হয়েছে বিশ্বরেকর্ড। সৌদির মেয়েদের পাড়ার বোলার বানিয়ে ২০ ওভারে ৩১৮ রান তোলার অনন্য নজির তৈরি করেছে বাহরাইনের মেয়েরা। তাতে কুড়ি ওভারের ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। 

এই ম্যাচের আগে মেয়েদের টি-টোয়েন্টিতে তিনশ রানের মাইলফলক ছুঁতে পেরেছিল আরও একটি দল। ২০১৯ সালে মালির বিপক্ষে ৩১৪ রান করেছিল উগান্ডা। দলীয় সর্বোচ্চ রান ছাড়াও দ্বিতীয় উইকেট জুটিতে থারাঙ্গা গাজানায়েকে ও দিপিকা রাসাঙ্গিকা ২৫৫ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। মারকুটে ব্যাটিংয়ে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন দিপিকা। ৬৬ বল খেলে ৩১ চারে করেছেন ১৬১ রান। ১৭ চারে ৫৬ বলে ৯৪ রান করেন থারাঙ্গা।

আইসিসির সব সহযোগী দল টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর থেকে বিচিত্র সব রেকর্ড হচ্ছে টি-টোয়েন্টিতে।  মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাহরাইনকে ব্যাটিংয়ে পাঠায় সৌদি আরব। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে বাহরাইন তোলে ৩১৮ রান। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, ছেলেদের ২০ ওভারের ক্রিকেট মিলিয়েও সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।  ছেলেদের ক্রিকেটে এখন পর্যন্ত ৩০০ করতে পারেনি কোনও দল! যৌথভাবে আফগানিস্তান ও চেক রিপাবলিক ২৭৮ রান করেছিল; এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড।

জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানে গুটিয়ে যায় সৌদি আরবের মেয়েরা। কোনও ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ১১ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।