লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনের আমৃত্যু কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ মার্চ) ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বশির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিন টুমচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে রামগতি উপজেলার দক্ষিন টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে তার স্বামী কুপিয়ে হত্যা করে। এসময় পার্শ্ববর্তী সয়াবিন ক্ষেতে তার মরদেহ ফেলে রাখা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় মামলা করে। পরে পুলিশ ১৪ জানুয়ারি ২০১৭ সালে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। পরে সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠায় পুলিশ।
লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।