Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM, Update: 24.03.2022 1:29:33 AM
নগরের
ফান টাউন বিনোদন কেন্দ্রের অডিটরিয়ামে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের
ফ্যামিলি ডে অনুষ্ঠানে জেলার করোনা আক্রান্ত প্রায় ৫শতাধিক মানুষকে
দাফন-সৎকার করায় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা
টিপু ও স্বাস্থ্যসেবায় হৃদরোগ চিকিৎসক ময়নামতি মেডিকেলের অধ্যক্ষ ডা:
তৃপ্তিশ চন্দ্র ঘোষ,করোনায় আক্রান্ত সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠের মীর
শাহআলম, সিটিভি ডট কমের সম্পাদক ওমর ফারুকী তাপস, মাই টিভির আবু মুছা ও
চ্যানেল টোয়েন্টিফোরের জাহিদুর রহমানসহ করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা
হিসেবে সংবাদ প্রকাশ করায় একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফাুরক, সময়
টেলিভিশনের বাহার রায়হান,স্পাইসি টেলিভিশনের খালেদ সাইফুল।লাহ,
নিউজটোয়েন্টিফোরের হুমায়ুন কবির জীবন,ইনডিপেডেন্টে টেলিভিশনের তানভীর আহমেদ
দিপু, ডিবিসির নাসির উদ্দিন চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকদের সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিভিল
সার্জন ডা: মীর মোবারক হোসেন।
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের
সভাপতি কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য
রাখেন- কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী,সাবেক
সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মীর শাহআলম, কুমিল্লা সাংবাদিক
সমিতির সভাপতি অশোক বড়ুয়া,কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি ওমর ফারুকী
তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের।
কুমিল্লা
টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন এর সঞ্চালনায়
করোনা কালে সংবাদিকতার চ্যালেঞ্জের জীবনযাত্রার কথা তুলে ধরেন সংগঠনের
সহ-সভাপতি বাহার রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক আবু মুছা, সাংগঠনিক সম্পাদক
জাহিদুর রহমান,নির্বাহী সদস্য খালেদ সাইফুল্লাহ,নাসির উদ্দিনসহ গণমাধ্যম
কর্মীরা।
এসময় আনন্দ টেলিভিশনের সৈয়দ আহসান হাবীব পাখী, এশিয়ান
টেলিভিশনের আজিজুল হক, বিজয় টেলিভিশনের হুমায়ুন কবির মানিক, এসএ টেলিভিশনের
আনোয়ার হোসেন, গ্লোবাল টেলিভিশনের সাইফুল ইসলাম সুমন,ঢাকা মেইল ও জাগো
কুমিল্লার অমিত মজুমদার,চ্যানেল এস এর আমির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস
মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ক্যামারাপার্সনরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ
সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সাংবাদিকরা।