ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত ‘সোনাপুর’ আশ্রয়ণ-২ প্রকল্প হস্তান্তর
Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গৃহহীন পরিবারসমূহকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সোনাপুর আশ্রয়ণ-২ প্রকল্পটি বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি তমালিকা পাল,  কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি এবং বেসামরিক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৬ জানুয়ারি হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেড এর তত্বাবধানে ‘সোনাপুর’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ ইউনিট বিশিষ্ট ২টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মাণের কাজ শুরু করে গত ৪ মার্চ নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই আশ্রয়ণ প্রকল্পের ৫ ইউনিট বিশিষ্ট সেমি পাকা ব্যারাকের সংখ্যা ২টি, টয়লেট ৪টি, বাথরুম ২টি এবং বিশুদ্ধ পানির জন্য ২টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ‘সোনাপুর’ আশ্রয়ণ-২ প্রকল্পটি এই এলাকার ১০টি গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে এবং এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
এ বিষয়ে বুধবার সহকারী কমিশনার ভুমি তমালিকা পাল বলেন, ‘সেনাবাহিনী আমাদের নিকট ঘরগুলো হস্তান্তর করেছে। শিগগিরই উপকারভোগীদের তালিকা তৈরি করে তাদের নিকট হস্তান্তর করা হবে’।